করোনা কর্ণার

এখনো করোনা ঝুঁকিতে আছে শিশুরা, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সামগ্রিক করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। বাসিন্দারা টিকা গ্রহণ করায় মাস্ক ছাড়াই অনেক জায়গায় চলাচল ও সামাজিক মেলামেশা সম্ভব হচ্ছে। তবে এখনো অনেক বাসিন্দার করোনা ঝুঁকি রয়েছে। শিশুদের মধ্যেও করোনা সংক্রমণ গত শীতের থেকে অনেক কমলেও সামগ্রিক ঝুঁকি পুরোপুরি কাটেনি। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে মোট সংক্রমণের অন্তত পাঁচ শতাংশ শিশুদের মধ্যে হচ্ছে। লস এঞ্জেলেসের মেন্ড আর্জেন্ট কেয়ারের সিইও ড. অ্যান্থনি কারডিলো বলেন, 'এখনো শিশুরা বাইরে বেরিয়ে আসছে ও পরস্পরের সাথে মিশছে। এই অবস্থায় করোনাভাইরাস কেমন ভূমিকা রাখবে, তা এখনো নিশ্চিত নয়'। তাছাড়া নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা, যা সাধারণ করোনা ভাইরাস থেকে আরো দ্রুত ও সহজে ছড়ায়, সেটির দিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সামার ক্যাম্প এবং এসব কেন্দ্রিক কার্যক্রম বেড়ে যাওয়ায় ডেল্টা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যেতেও পারে। করোনার টিকা এসব ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী হলেও ১১ বছর ও এর কম বয়েসী শিশুরা এখনই টিকা নিতে পারছে না। তাই শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে বলে জানান বিশেষজ্ঞরা। কারডিলো বলেন, 'আপনার পরিবারে শিশু থাকলে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার সামাজিক দূরত্বের বিষয়গুলো খেয়াল রাখতে হবে'। এদিকে, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শিশুদের টিকা বিষয়ক সাম্প্রতিক তথ্য যাচাই করে দেখছে। টিকা গ্রহণ করেছে এমন ৩০০ শিশুর মধ্যে হার্ট ইনফ্ল্যামেটোরি ডিজিজ শনাক্ত হওয়ায় শঙ্কা সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুকে এখন টিকার আওতায় আনা সম্ভব হয়নি, তাদের মাস্ক পরিয়ে রাখতে হবে। এলএবাংলাটাইমস/ওএম