করোনা কর্ণার

পাসাডিনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, প্রশাসনিক কর্মকর্তাদের নিতে হবে টিকা

পাসাডিনা শহরে সোমবারে (১৯ জুলাই) ইনডোরে মাস্ক ব্যবহারকে পুনরায় বাধ্যতামূলক করে একটি আইন পাশ করানোর ঘোষণা দিয়েছে। এই আইনের আওতায় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রশাসনিক কর্মকর্তাদের অবশ্যই টিকা গ্রহণ করতে হবে।  পাসাডিনার প্রশাসনিক কর্মকর্তাদের মতে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি করোনার বৃদ্ধি ঠেকানোর জন্য গৃহীত হয়েছে। বিগত ৩ সপ্তাহের মধ্যে করোনা অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছে যে ১ জুলাই থেকে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। বুধবার থেকে আদেশটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। পাসাডেনা শহরের মুখপাত্র লিসা ডারডারিয়ান জানান যে শহরের প্রশাসনিক কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে। এই ব্যাপারে আরো কোন তথ্য পাওয়া যায়নি। পাসাডেনা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রথম শহর যেখানে প্রশাসনিক কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে। পাসাডিনার নিজস্ব হেলথ ডিপার্টমেন্ট এলএ কাউন্টির হেলথ ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত না। পাসাডিনার হেলথ ডিপার্টমেন্ট আদেশটির পূর্বে শুধুমাত্র ইনডোর সেটিংসে মাস্ক ব্যবহারের পরামর্শ দিতো। এলএ কাউন্টির নতুন বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আইনটি এই সপ্তাহ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে সবাইকে ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। ভ্যাক্সিনেটেড ব্যক্তিদেরও বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যকর্মীরা করোনা বৃদ্ধির হারের পিছনে ভাইরাসটি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী মনে করে। পাশাপাশি মাস্ক ছাড়া সামাজিক চলা-ফেরাও করোনার বৃদ্ধিকে সহায়তা করছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ