করোনা কর্ণার

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদেরও মাস্ক ব্যবহার করতে সিডিসির পরামর্শ

যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, ইনডোর প্লেসে বিশেষ ক্ষেত্রে তাদেরও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। মঙ্গলবার (২৭ জুলাই) সিডিসি এই সম্পর্কিত এক বিবৃতিতে জানায়, ডেল্টা ভ্যারিয়েন্টের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির কারণে এই পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে সিডিসি গত মে মাসে জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের মাস্ক ব্যবহারের কোনো দরকার নাই। সিডিসি সংশ্লিষ্ট এক সূত্র জানায়, সংস্থাটি আবারো ইনডোর প্লেসে বিশেষ স্থানে মাস্ক ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করবে। তবে কবে নাগাদ এই ঘোষণা আসবে, সেটি এখনো নিশ্চিত নয়। যেসব অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বাড়ছে, সেসব স্থানেই এই ধরণের নির্দেশনা জারি করা হতে পারে৷ মেস মাসে সিডিসি জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের বাইরে বা বদ্ধ স্থানে কোথাও মাস্ক ব্যবহার করতে হবে না। সিডিসি তখন জানায়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং মানুষের মধ্যে টিকা বিষয়ে বিশ্বস্ততা বাড়াতে এটি জারি করা হয়। এদিকে, সোমবার (২৬ জুলাই) হোয়াইট হাউজের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, নন-মার্কিনীদের উপর করোনার জন্য আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শীঘ্রই বাতিল করার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম শেষের আগে এয়ারলাইন্স ও ট্যুরিজম ইন্ডাস্ট্রি করোনার জন্য নন-মার্কিনীদের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে চাপ প্রয়োগ করে আসছিল। এর প্রেক্ষিতেই হোয়াইট হাউজের কর্মকর্তা জানান, শীঘ্রই নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। ওই কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে ভ্রমণ সতর্কতা জারি ও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের ভ্রমণ নিষেধাজ্ঞাই বহাল থাকবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা আবারো বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি। এলএবাংলাটাইমস/ওএম