করোনা কর্ণার

সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ পাবে সকল মার্কিনী

আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে সকল মার্কিনীকে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান শুরু করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৮ আগস্ট) ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, যেসব বাসিন্দা কমপক্ষে আট মাস আগে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, তাদের সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে টিকার বুস্টার ডোজ প্রদান শুরুর পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ। ডিপার্টমেন্ট বিবৃতিতে আরো জানায়, প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, নার্সিং হোমের বাসিন্দা ও বৃদ্ধ নাগরিক ও যারা ২০২০ এবং ২১ সালে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে ছিলেন- তাদের বুস্টার ডোজ প্রদান করা হবে৷ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব টিকার ডোজ প্রদান করা হচ্ছে, সেসব টিকার কার্যকারিতা কয়েক মাস পরে কমে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও দ্য ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ বুস্টার ডোজের ব্যাপারে অনুমোদন দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 'সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে SARS-CoV-2 এর বিরুদ্ধে অনুমোদিত টিকাগুলোর কার্যকারিতা সময়ের সাথে কমে যায়। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে এর কার্যকারিতা আরো ব্যহত হতে পারে'৷ তাঁরা বলেন, 'বুস্টার শট করোনা থেকে সুরক্ষা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা বলয় গড়ে তোলে'। কর্মকর্তারা আরো জানান, যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন, তাদেরও বুস্টার ডোজের প্রয়োজন হবে। এর আগে সিডিসি এবং এফডিএ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য টিকার বুস্টার ডোজ অনুমোদন দেয়।
এলএবাংলাটাইমস/ওএম