করোনা কর্ণার

জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ: কী বলছেন বিশেষজ্ঞরা?

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার যেসব বাসিন্দা ফাইজার বা মডার্নার টিকা গ্রহণ করেছেন, তাদের দ্বিতীয় ডোজ গ্রহণের আট মাস পর তৃতীয় ডোজ বুস্টার ডোজ নিতে পারবে। তবে যারা ইতোপূর্বে জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকার এক ডোজ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কী হবে? বিশেষজ্ঞরা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হলেও বেশকিছু সম্ভাবনার কথা বলেছেন তারা। জনসন অ্যান্ড জনসন টিকার গবেষক ড. কেনেথ কিম লং বিচের আর্ক ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে কর্মরত অবস্থায় জনসন অ্যান্ড জনসন টিকার ডোজ গ্রহণ করেছেন। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে জনসন অ্যান্ড জনসন টিকার গ্রহীতাদের তিনি বলেন: 'যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন, বুস্টার ডোজ গ্রহণের আগে তাদের অন্তত আরো ছয় মাস অপেক্ষা করা উচিত'- বলেন ড. কিম। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী নিস্ক্রিয়করণ অ্যান্টিবডি তৈরি করে। এটির প্রায় আট মাস পর্যন্ত সক্রিয় থাকে। কেউ চাইলে শরীরে অ্যান্টবডি আছে কী না, সেটিও পরীক্ষা করতে পারেন। ড. কিম বলেন, 'কেউ চাইলেই অ্যান্টবডি পরীক্ষার মাধ্যমে শরীরে অ্যান্টিবডি আছে কী না, সেটি পরীক্ষা করতে দেখতে পারেন'৷ কিম যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার টিকার পরীক্ষার ফলাফল নির্দেশ করে বলেন, 'জনসন অ্যান্ড জনসন আর অ্যাস্ট্রাজেনেকা একই রকম টিকা। দুইটি টিকাই ছয়গুণ বেশি কার্যকরী'। কিম বলেন, 'যেসব বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেছেন, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বুস্টার ডোজ গ্রহণের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। তাই তাদের ডাক্তারের সাথে কথা বলতে হবে'। জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তারা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) বুস্টার ডোজ বিষয়ে সাম্প্রতিক তথ্য দিবে। এলএবাংলাটাইমস/ওএম