করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে পূর্ণ অনুমোদন পেলো ফাইজারের টিকা

যুক্তরাষ্ট্রে প্রথমবার ফাইজারের দুই ডোজ করোনার টিকা পূর্ণ অনুমোদন পেয়েছে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়। এটির দুই ডোজ টিকা ১৬ এবং এর বেশি বয়েসী বাসিন্দাদের জন্য পূর্ণ অনুমোদন পেলো। এক বিবৃতিতে এফডিএ জানায়, ৪৪ হাজার বাসিন্দার উপর তথ্য বিশ্লেষণ করে এই অনুমোদন দেওয়া হয়েছে। ফাইজারের দুই ডোজ টিকা করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকরী বলে তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে। এফডিএ কমিশনার জেনেট উডকক বলেন, টিকা মানুষের জন্য উচ্চ সুরক্ষা এবং করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এখন পর্যন্ত আমেরিকার ৯২ মিলিয়ন বাসিন্দা ফাইজারের টিকা গ্রহণ করেছেন। এলএবাংলাটাইমস/ওএম