করোনা কর্ণার

ভ্রমণের জন্য 'উচ্চ ঝুঁকিপূর্ণ'র তালিকায় আরো ছয় স্থান

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আরো ছয়টি স্থানকে ভ্রমণের জন্য উচ্চ ঝূঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। দ্য বাহামাস এবং মরক্কো নতুন এই তালিকায় যোগ হয়েছে। সিডিসি 'লেভেল-৪: কোভিড ভেরি হাই' তালিকাভূক্ত স্থানে ভ্রমণ এড়িয়ে যেতে নির্দেশ দিয়েছে। এজেন্সি জানায়, যদি একান্তই ভ্রমণ করতে হয় তবে অবশ্যই টিকা গ্রহণ করতে হবে। সিডিসি ভ্রমণের জন্য বিপদজনক স্থানকে লেভেল ১ থেকে লেভেল ৪ পর্যন্ত তালিকাভূক্ত করেছেন। যেসব অঞ্চলে গত ২৮ দিনে ১ লাখে ৫০০ জন বাসিন্দার মধ্যে করোনা সংক্রমণ ঘটেছে, তাদের লেভেল ৪ তালিকায় রাখা রয়েছে। আর যেসব অঞ্চলে প্রতি ১ লাখে ১০০ থেকে ৫০০ জন আক্রান্ত হয়েছেন, তাকে লেভেল ৩ এর তালিকায় রাখা হয়েছে। আগস্টের ২৩ তারিখ সিডিসি প্রকাশিত তালিকায় আরো ছয়টি স্থানকে ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণের তালিকায় রাখা হয়েছে। সেগুলো হলো- বাহামাস, হাইতি, কোসোভো, লেবানন, মরক্কো, সিন্ট মার্টেন সিডিসির নির্দেশনা অনুসারে, লেভেল, ৩ এর তালিকায় যেসব স্থান আছে, সেসব স্থানে টিকা ছাড়া ভ্রমণ করা একান্তই উচিত নয়। সিডিসি জানায়, 'যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন, তাদের মধ্যে এবং তাদের মাধ্যমে করোনা ছড়ানোর সম্ভাবনা কম। যাই হোক, আন্তর্জাতিক ভ্রমণ এ ক্ষেত্রে আরো ঝুঁকি যুক্ত করে। টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিরাও নতুন ভ্যারিয়েন্ট ছড়াতে ভূমিকা রাখতে পারে'। এলএবাংলাটাইমস/ওএম