করোনা কর্ণার

ক্যালিফোর্নিয়ায় কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তথ্যটি জানিয়েছে। সিডিসি জানায়, চলমান গ্রীষ্মে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনার সংক্রমণ বাড়ার যে ধারা শুরু হয়, তা নিয়ন্ত্রণে আসছে। সিডিসির তালিকা অনুসারে, ক্যালিফোর্নিয়া রাজ্যের সংক্রমণের ধারা এখন 'উচ্চ' থেকে 'ঝুঁকিপূর্ণ'তে নেমে এসেছে। এটি রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ ধাপ। ক্যালিফোর্নিয়া এখন তিনটি রাজ্যের মধ্যে একটি যারা এই তালিকায় রয়েছে। অন্য দুইটি রাজ্য হলো ভেরমন্ট ও কানেক্টিকাট। সিডিসির তালিকা অনুসারে করোনার চারটি ধাপ রয়েছে। সর্বোচ্চ ঝুঁকির তালিকার নাম রেড, এরপর সাবস্টেনশিয়াল (অরেঞ্জ), মডারেট (ইয়েলো) ও লো (ব্লু)। রাজ্যের মহামারি বিশেষজ্ঞ ড. এরিকা প্যান বলেন, ক্যালিফোর্নিয়া একমাত্র বৃহৎ রাজ্য যারা কমিউনিটি সংক্রমণ 'রেড' থেকে 'অরেঞ্জে' নামিয়ে এনেছে। তিনি বলেন, 'মূলত টিকাদানের উচ্চ হার, বদ্ধ স্থানে মাস্কের ব্যবহার করোনার সংক্রমণ অনেকাংশে কমিয়ে এনেছে'। এলএবাংলাটাইমস/ওএম