করোনা কর্ণার

গ্লেনডেলে স্কুলের সামনে টিকাগ্রহণের বিরোধীতা করে প্রতিবাদ করলো অভিভাবকরা

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে গ্লেনডেলের একটি হাইস্কুলের সামনে অভিভাবকদের একটি দল বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের আদেশের বিরোধীতা করেছে। উইলসন এভিনিউ ও জ্যাকসন স্ট্রিটের মাঝে অবস্থিত এলেন এফ ডেইলি হাইস্কুলের সামনে অনেক অভিভাবক জড়ো হয়। তারা সবাই বাধ্যতামূলকভাবে টিকাগ্রহণের আদেশের বিরোধিতা করে স্লোগান দেয়। তাদের কাছে থাকা প্ল্যাকার্ডগুলোতে ‘এখনো সময় হয়নি বাচ্চাদের টিকা দেওয়ার’ ও ‘আমার বাচ্চা, আমার সিদ্ধান্ত’ এরকম স্লোগান লেখা ছিলো। কিন্তু, গ্লেনডেল ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের আদেশ দেয়নি। বরং, এটি স্কুলের কর্মচারীদেরকে নভেম্বরের ১ তারিখের মধ্যে টিকাগ্রহণের আদেশ দেয়। . গ্লেনডেল টিচারস এসোসিয়েসন ও ক্যালিফোর্নিয়া স্কুল ইমপ্লয়িস এসোসিয়েসনের সাথে অস্থায়ী চুক্তি করেছে। যার অধীনে ইনডোরে শিক্ষার্থী ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করতে হবে ও দৈনিক স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। এছাড়াও, সাপ্তাহিক করোনা স্ক্রিনিং পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী ও কর্মচারীদের উৎসাহিত করা হয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ