করোনা কর্ণার

অরেঞ্জ কাউন্টিতে করোনা পরিস্থিতির উন্নতি, হাসপাতালে কমছে রোগী

অরেঞ্জ কাউন্টিতে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে। অরেঞ্জ কাউন্টি হেলথ কেয়ার এজেন্সি জানায়, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা অনেক কমে গেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) অরেঞ্জ কাউন্টিতে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ৩১৩ জন রোগী থেকে কমে হয়েছে ৩০৮ জন। সংস্থাটি আরো জানায়, হাসপাতালের জরুরি বিভাগে ৮৬ জন রোগী থেকে ১০ জন কমে বর্তমানে ৭৬ জন ভর্তি আছে৷ এর আগে সর্বশেষ জুন মাসে হাসপাতালে রোগীর সংখ্যা এমন কম ছিল। অরেঞ্জ কাউন্টিতে বর্তমানে ২২ দশমিক ৬ শতাংশ আইসিইউ বেড আর ৬৬ শতাংশ ভেন্টিলেটর খালি রয়েছে। অরেঞ্জ কাউন্টিতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৩৮৪ জন বাসিন্দার মৃত্যু হয়েছে৷ চলতি মাসে মারা গেছেন ৩৯ জন। ডেপুটি কাউন্টি হেলথ অফিসার ড. রেজিনা চিনসো খোং বলেন, 'আগস্ট মাসসহ সম্প্রতি যারা করোনাতে মারা গেছেন, তাদের মধ্যে ৯৪ শতাংশই টিকা নেয়নি'। তিনি বলেন, সাম্প্রতিক গ্রীষ্মে ডেল্টা ভ্যারিয়েন্টের বর্ধিত সংক্রমণকে টিকা প্রয়োগ ছাড়া কোনোভাবেই মৃতের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। শুক্রবার কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৫৬ জন বাসিন্দা। এর ফলে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৫ হাজার ২২৭ জনে। গত মাসে করোনায় আক্রান্ত হয়ে যেসব বাসিন্দা মারা গেছেন, তাদের মধ্যে আটজন টিকা গ্রহীতার বয়স ছিল ৬৫ বছর৷ সাতজনের বয়স ছিল ৭৫ বছরের বেশি। এলএবাংলাটাইমস/ওএম