করোনা কর্ণার

শিশুদের জন্য করোনা টিকার অনুমোদন চাইলো ফাইজার

৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য করোনার টিকা অনুমোদনের আবেদন করেছে ফাইজার। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বরাবর এই আবেদন করেছে প্রতিষ্ঠানটি। জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা প্রদানের অনুমোদন চূড়ান্ত হয়ে গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। ফাইজার টুইটারে এক বিবৃতিতে জানায়, আনুষ্ঠানিক অনুমোদনের জন্য এফডিএ বরাবর আবেদন সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে এফডিএ শিশুদের জন্য টিকার ডোজটি কতোটা নিরাপদ এবং টিকাটি প্রাপ্তবয়স্কদের মতোই কার্যকরি কী না, তা যাচাই করে দেখবে। অক্টোবরের ২৬ তারিখ একটি স্বতন্ত্র প্যানেল টিকার কার্যকারিতা নিয়ে বিতর্কে অংশ নিবে। করোনায় প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মধ্যে মৃত্যুর হার কম হলেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সাম্প্রতিক সময়ে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে৷ এফডিএর অনুমোদন পাওয়ার পর ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখবে৷ এরপরই এই টিকা শিশুদের প্রদান করা হবে কী না, সেই বিষয়টি চূড়ান্ত হবে। এলএবাংলাটাইমস/ওএম