করোনা কর্ণার

শীঘ্রই আসছে শিশুদের জন্য করোনার টিকা: ফাউসিহ

রবিবারে (২৪ অক্টোবর) হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি জানান যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শিশুদের টিকা পাওয়া যাবে। ফাউসি বলেন, ‘যদি সব ঠিকঠাক মতো আগায় ও আমরা সিডিসির অনুমোদন পেয়ে যাই, তাহলে ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য আমরা নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে টিকা সরবরাহ করতে পারব।‘ নতুন তথ্য অনুযায়ী, ফাইজারের টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে ৯১ শতাংশ কার্যকর। মঙ্গলবারে এফডিএর একটি কমিটি শিশুদের টিকা অনুমোদনের জন্য একটি বৈঠকে বসবে। বর্তমানে টিকাটি শুধু ১২ বছর ও তাঁর বেশি বয়সী শিশুদের জন্য অনুমোদিত। সিডিসি গত সপ্তাহে বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। এর কারণে লাখ লাখ আমেরিকান বুস্টার ডোজ নিতে পারবে। মূলত এফডিএ অনুমোদন দেওয়া পর সিডিসি অনুমোদন দিবে। সিডিসি ‘মিক্স এন্ড ম্যাচিং’ এর অনুমোদনও দিয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ