করোনা কর্ণার

করোনার উৎস সম্পর্কে কখনোই জানা যাবে না: ইউএস ইন্টিলিজেন্স

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তারা কখনোই হয়তো করোনাভাইরাসের উৎস কি তা নিশ্চিত হতে পারবে না। তবে সংস্থাগুলো নিশ্চিত করেছে যে করোনাভাইরাস কোনো বায়োলজিক্যাল ওয়েপন নয়। ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্সের অফিস জানায়, প্রাণী থেকে প্রাণীতে ছড়ানো আর ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানো- দুইটি সম্ভাব্য হাইপোথিসিস। তবে ভাইরাসটির সত্যিকারের উৎস কি, তা নিয়ে চূড়ান্ত কোনো তথ্য নেই। চীন এই রিপোর্টের সমালোচনা করে। সংস্থাটি জানায়, ইন্টিলিজেন্সগুলোর পরস্পরের সাথে করোনার উৎস নিয়ে মতোবিরোধ রয়েছে। চারটি সংস্থা ধারণা করছে এটি কোনো আক্রান্ত প্রাণী বা কাছাকাছি ভাইরাস থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। আর একটি সংস্থা খানিক আত্মবিশ্বাসের সাথে জানিয়েছে, প্রথম মানুষের মাঝে করোনা ছড়িয়ে ল্যাব থেকে৷ উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে এটি ছড়াতে পারে। সংস্থাটির প্রতিবেদনে আরো জানা যায়, ২০১৯ সালে করোনা ছড়িয়ে পরার আগে চীনের সরকার অথবা এই সংশ্লিষ্ট কারো করোনাভাইরাসের অস্তিত্ব নিয়ে কোনো ধারণা ছিল না। তবে চীন প্রতিনিয়তই বৈশ্বিক তদন্তকে বাঁধাগ্রস্ত করেছে ও তথ্য প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে গেছে। এখন পর্যন্ত করোনা মহামারিতে পৃথিবীব্যাপী আক্রান্ত হয়েছে ২৪০ মিলিয়ন বাসিন্দা। মারা গেছেন ৪ দশমিক ৯ মিলিয়ন বাসিন্দা। এলএবাংলাটাইমস/ওএম