করোনা কর্ণার

ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকায় আরো বেশকিছু দেশ

চলতি সপ্তাহে দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্রমণের জন্য রাশিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে সাব্যস্ত করেছে। সোমবার (১ নভেম্বর) রাশিয়া সংস্থার সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকা লেভেল ৪ এ যুক্ত হয়েছে। এর আগে রাশিয়া লেভেল ৩ ক্যাটাগরিতে ছিল। বেলজিয়াম সিডিসির তালিকার লেভেল ৪ ক্যাটাগরিতে রয়েছে। সিডিসির তথ্য মতে, সর্বশেষ ২৮ দিনে যদি এক লাখ বাসিন্দার মধ্যে ৫০০ জনের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়, তবে সেই দেশকে লেভেল ৪ ক্যাটাগরিতে ফেলা হয়। সিডিসির নির্দেশনা অনুসারে, এসব দেশে ভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণ। যদি কেউ ভ্রমণ করে তবে অবশ্যই টিকার পূর্ণ ডোজ গ্রহণ করে তবেই ভ্রমণ করা উচিত। এই সপ্তাহে চারটি দেশ লেভেল ৪ এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো হলো- ১) বেলজিয়াম
২) বুরকিনা ফাসো
৩) রাশিয়া
৪) স্লোভাকিয়া এছাড়া আরো যেসব দেশ লেভেল ৪ এ রয়েছে সেগুলো হলো- অস্ট্রেলিয়া, বারবাডোজ, ক্রোয়োশিয়া, গ্রিস, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ইত্যাদি। এলএবাংলাটাইমস/ওএম