করোনা কর্ণার

করোনায় মৃত্যু রোধে ৮৯ শতাংশ কার্যকরি ফাইজারের ক্যাপসুল

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের তৈরি পরীক্ষামূলক ক্যাপসুলটি করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া থেকে ৮৯ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয়। সম্প্রতি প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। ফাইজারের তৈরি এই ক্যাপসুলটির নাম প্যাক্সলোভিড। যেসব বাসিন্দার করোনা আক্রান্ত হয়ে অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা থাকে, তখন এই ওষুধটি ব্যবহার করতে হবে। ফাইজার জানিয়েছে, প্যাক্সলোভিডের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল বেশ ইতিবাচক আসায় আগেই ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলক এই ক্যাপসুলের ২ লাখ ৫০ হাজার ডোজের অর্ডার করেছে যুক্তরাজ্য। সেই সাথে এমএসডির মলনুপিরাভির পিল ৪ লাখ ৮০ হাজার ডোজ অর্ডার করেছে। হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্রেটারি সাজিদ জাভেদ ক্যাপসুলের পরীক্ষামূলক ফলকে 'অসাধারণ' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য এখন এই ওষুধের সুরক্ষা এবং কার্যকারিতা পরীক্ষা করতে পারে৷ তিনি বলেন, 'যদি এটি অনুমোদন পায়, তবে এটি করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসার পাশাপাশি বেশ ভালো কার্যকরি ওষুধ হতে পারে'। ফাইজারের এই ওষুধটি মূলত ভাইরাসের এনজাইম দ্বিগুণ হওয়া থেকে রক্ষা করে। করোনায় আক্রান্ত হওয়ার পর পাঁচদিন দুইবার করে এটি খেতে হবে। এলএবাংলাটাইমস/ওএম