করোনা কর্ণার

চলতি সপ্তাহে টিকা নিয়েছে ৯ লাখ শিশু: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের ৫ থেকে ১১ বছর বয়েসী ৯ লাখ শিশু চলতি সপ্তাহে করোনা টিকার ডোজ গ্রহণ করেছে। বুধবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজ এই তথ্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউজ জামায়, স্কুলগামী শিশুদের টিকাদান কার্যক্রম বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। গত ২ নভেম্বর ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকার চূড়ান্ত অনুমোদন হয়। এর পরদিন থেকেই টিকা দেওয়া শুরু হয় শিশুদের। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ২০ হাজার ফার্মেসি, ক্লিনিক এবং স্বাস্থ্যসেবী রয়েছেন। বাইডেন প্রশাসনের জরিপ অনুসারে, বুধবার শেষ হলে প্রায় ৯ হাজার শিশু টিকার আওতায় চলে আসবে। এছাড়া আসন্ন কয়েকদিনে আরো অন্তত ৭০ হাজার ডোজ টিকা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ৫ থেকে ১১ বছর বয়েসী ২৮ মিলিয়ন শিশু রয়েছে যারা ফাইজারের টিকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হল। আগামী সপ্তাহে যেসব শিশু টিকার প্রথম ডোজ গ্রহণ করবে, তারা বড়দিনের আগেই দ্বিতীয় ডোজ গ্রহণের মাধ্যমে পরিপূর্ণ সুরক্ষা পেয়ে যাবে৷ শিশুদের টিকাগ্রহণ আরো সহজ করে তুলতে নিজ নিজ স্কুলে টিকাদান কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সাথে স্কুলগুলো যেনো টিকা নিয়ে যেসব ভ্রান্ত ধারণা হয়েছে, তা দূর করতে সঠিক তথ্য প্রচার করে, সেই প্রস্তাবও রেখেছে হোয়াইট হাউজ। এলএবাংলাটাইমস/ওএম