করোনা কর্ণার

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ৮ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

করোনার নতুন ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সাউথ আফ্রিকাসহ আরও সাতটি সাউদার্ন আফ্রিকার দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) থেকে এই দেশগুলোতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকেরাই শুধু নিজ দেশে ফিরে আসার জন্য ভ্রমণ করতে পারবে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যও একইরকম ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এই দেশগুলোর উপর। আর কানাডা অনুরূপ ভ্রমণ বিধিনিষেধ জারি করতে পারে। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর আগে জানায়, ওমিক্রন করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং এটি নিয়ে শঙ্কা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, সাউথ আফ্রিকা, বোটসওয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসওয়াতিনি, মোজাম্বিক এবং মালাউই থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন এই দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা সতর্কতাস্বরূপ নেওয়া হচ্ছে বলে জানান। তিনি বলেন, এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গত ২৪ নভেম্বর সর্বপ্রথম সাউথ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়। এরপর ডব্লিউএইচও অন্যান্য দেশেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত করে। এলএবাংলাটাইমস/ওএম