করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে অবধারিতভাবে ছড়াবে ওমিক্রন ভ্যারিয়েন্ট: ফাউসি

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত হয়নি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কোনো রোগী। তবে ইউএসের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, 'যুক্তরাষ্ট্রে অবধারিতভাবে ওমিক্রনের সংক্রমণ শুরু হতে পারে'। এক টিভি সাক্ষাৎকারে ফাউসি বলেন, 'আমরা সবাই জানি এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে অনেক দেশেই ছড়িয়ে গেছে। এটি অবশ্যই যুক্তরাষ্ট্রে চলে আসতে পারে'। ইতোমধ্যে বাইডেন প্রশাসন ৮টি সাউদার্ন আফ্রিকান দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করতে পরিকল্পনা করেছে। এরই মধ্যে এন্থনি ফাউসির এই মন্তব্য বেশ উদ্বেগজনক। এন্থনি ফাউসি বলেন, 'এটি নানাবিধ মিউটেশন সমৃদ্ধ একটি ভ্যারিয়েন্ট৷ এটির স্পাইক প্রোটিনে বেশ বড় সংখ্যক মিউটেশন রয়েছে'। গ্রিক আলফাবেট এর ১৫ নাম্বার অক্ষরের সাপেক্ষে ওমিক্রন ভ্যারিয়েন্টের নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম বোটসওয়ানাতে এটি শনাক্ত হয়। এরপর আরো কিছু দেশ যেমন সাউথ আফ্রিকা, জার্মানি, বেলজিয়াম ও হংকং এ এটি শনাক্ত হয়। এলএবাংলাটাইমস/ওএম