করোনা কর্ণার

ওমিক্রন সংক্রমণ: ১৮ ও এর বেশি বয়েসীদের বুস্টার ডোজ গ্রহণের আহ্বান সিডিসির

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে ১৮ এবং এর বেশি বয়েসী সবাইকে টিকার বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সাথে বিশ্বব্যাপী সংক্রমণ ছড়ানোর শঙ্কায় থাকা ওমিক্রনের নিয়ন্ত্রনেও বুস্টার ডোজ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছে সিডিসি।

প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করার নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি সাউথ আফ্রিকায় এই ওমিক্রণ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং এটি বিশ্বের আরো অনেক দেশেই শনাক্ত হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা ১৮ এবং এর বেশি বয়েসীদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন করেন। ফাইজার ও মডার্নার টিকার পূর্ণ ডোজ গ্রহণের ছয় মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে। ওমিক্রন নিয়ে বিজ্ঞানীদের উদ্বিগ্নতার কারণ হলো এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে। সেই সাথে এটি মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে - যার ফলে এর বিরুদ্ধে টিকার কার্যকারীতা কমে যাবে বলে মনে করা হচ্ছে। করোনাভাইরাস যত সহজে ছড়াবে, ততই তাতে আক্রান্তের সংখ্যাও বেশি হবে - আর এর ফলে কোভিড-১৯এ গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যাও ততই বাড়তে থাকবে। এলএবাংলাটাইমস/ওএম