করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য ছড়ালো ওমিক্রন

যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্যে শুক্রবার (৩ ডিসেম্বর) করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন প্রধান আতঙ্কের কারণ হবে ডেল্টা স্ট্রেইন। নিউ জার্সি, মেরিল্যান্ড, মিসৌরি, নেবারাস্কা, ইউটাহ ও পেনসিলভানিয়া- এই ছয়টি অঙ্গরাজ্যে নতুন করে ওমিক্রন শনাক্ত হয়েছে। মিসৌরির এক ব্যক্তি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্নস্থানে ভ্রমণ করেছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠিক কতোটা সংক্রামক ও এর প্রতিক্রিয়া কতোটা ভয়াবহ, সেটি এখনো বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখছেন। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় সাউথ আফ্রিকায়। প্রাথমিকভাবে জানা গেছে, এই ওমিক্রন ভ্যারিয়েন্ট মৃদু অসুস্থতার কারণ হতে পারে। ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় বিশ্বব্যাপী নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে৷ এর আগে লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রোগী শনাক্ত হয় বলে জানায় কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত নভেম্বর মাসের ২২ তারিখে ওই ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে লন্ডন হয়ে লস এঞ্জেলেসে আসেন। বিবৃতিতে জানানো হয়, 'আক্রান্ত ব্যক্তি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী। তিনি সেল্ফ-আইসোলেশনে আছেন এবং মেডিকেল কেয়ার ছাড়াই সেরে উঠছেন'। এলএবাংলাটাইমস/ওএম