করোনা কর্ণার

বুস্টার ডোজ গ্রহণ করলে ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা বৃদ্ধি পাবে

বুধবারে (০৮ ডিসেম্বর)  ফাইজার জানায় যে কোম্পানিটির বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। ফাইজার ও বায়োনটেক জানায়, পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কাজ করা এন্টিবডির সংখ্যা ২৫ গুন বৃদ্ধি করে। ফাইজার এই তথ্য প্রাথমিক ল্যাবটেস্টের ফলাফল হিসেবে উল্লেখ করেছে। এই তথ্য এখন আরো পর্যালোচনা করা হবে। ফাইজার ইতোমধ্যে ওমিক্রনের বিরুদ্ধে শতভাগ কাজ করবে এমন একটি টিকা তৈরির চেষ্টা করছে। বিজ্ঞানীরা ধারণা করছে যে বুস্টার ডোজের মাধ্যমে এন্টিবডির সংখ্যা যেভাবে বৃদ্ধি পায়, তাতে করোনার যেকোন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা তৈরি হতে পারে। ফাইজার জানিয়েছে বুস্টার ডোজ না নিলেও করোনার বিরুদ্ধে সুরক্ষা তৈরি হতে পারে। তবে, সেই সুরক্ষা যথেষ্ঠ হবে কিনা সেটা দেখার বিষয়। ফাইজারের সিইও এলবার্ট বৌরলা  বলেন, ‘দুই ডোজ যথেষ্ঠ করোনার বিরুদ্ধে সুরক্ষা তৈরি করতে। তবে, বুস্টার ডোজ গ্রহণ করলে সেই সুরক্ষা কয়েকাংশে বৃদ্ধি পাবে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ