করোনা কর্ণার

অনুমোদন পেলো ফাইজারের তৈরি করোনা প্রতিরোধী ওষুধ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের তৈরি করোনা প্রতিরোধী ওষুধ প্যাক্সলোভিড। বুধবার এফডিএ করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এই ওষুধটির অনুমোদন দেয়। করোনা মহামারীর শুরু হওয়ার পর থেকেই এর ওষুধ তৈরির জন্য ব্যস্ততা শুরু হয়। তারই ধারাবাহিকতায় ফাইজার প্যাক্সলোভিড তৈরির কাজে নামে। গবেষণায় দেখা গিয়েছে যে প্যাক্সলোভিড হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার শতকরা ৮৮ শতাংশ পর্যন্ত হ্রাস করে। তবে এই ওষুধ শুধু করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য তৈরি। ১২ বছরের নিচে কেউ ওষুধ গ্রহণ করতে পারবে না। ওষুধটিকে কোনক্রমেই টিকার বিকল্প হিসেবে ভাবা যাবে না। অপরদিকে, যুক্তরাষ্ট্র সরকার এই ওষুধটি কিনার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের করোনাভাইরাসের মহামারিবিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস জানান,এই ওষুধ কেনার জন্য ৫৩০ কোটি মার্কিন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র। সর্বমোট ১ কোটি কোর্স কিনবে দেশটি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ