করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ১০ লাখ ১৩ হাজার বাসিন্দা!

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) একদিনে ১০ লাখ ১৩ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা বিশ্বে সর্বোচ্চ। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে মূলত সংক্রমণ আকাশ ছুঁয়েছে এবং এখন পর্যন্ত এটি কমার কোনো লক্ষণ নেই।    এর আগে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল জানুয়ারির ৩ তারিখ ১০ লাখ ৩ হাজার জন। গত সাতদিনে আক্রান্তের সংখ্যা অন্যান্য সপ্তাহগুলোর থেকে তিনগুণ বেশি বেড়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্রের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যারও রেকর্ড হয়েছে। তিন সপ্তাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ।    বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ১ লাখ ৩৫ হাজার জন। গত বছরের জানুয়ারি মাসে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি ছিল ১ লাখ ৩২ হাজার ৫১ জন।    একই সাথে প্রতিদিনের গড় মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ জন। গত শীতে গড় মৃত্যুর দৈনিক হার ছিল ১ হাজার ৪০০ জন। এলএবাংলাটাইমস/ওএম