করোনা থেকে সুরক্ষা পেতে বাসিন্দাদের এন৯৫ বা কেএন৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। এই ধরণের মাস্ক স্বাস্থ্য কর্মীরা ব্যবহার করে থাকেন।
এই মডেলের মাস্কগুলো সাধারণত অন্যান্য সাধারণ মাস্কের থেকে বেশি এয়ার ফিল্টার করে থাকে। তবে এর আগে এদের সাপ্লাই কম ছিল। আর সিডিসি তখন জানায় স্বাস্থ্যকর্মীদের এই মাস্কগুলো ব্যবহার করা বেশি জরুরি।
শুক্রবার বিকালে জারিকৃত করোনা গাউডেন্সে সিডিসি উল্লেখ করে যে এখন এই মডেলের মাস্কগুলোর ঘাটতি নেই এবং এই দুই মডেলের মাস্ক করোনা থেকে বেশিই সুরক্ষা প্রদান করে।
তবে এক বিবৃতিতে সিডিসি মুখপাত্র ক্রিস্টেন নর্ডলান্ড বলেন, 'কোনো মাস্ক ব্যবহার না করার থেকে যে কোনো মডেলের মাস্ক ব্যবহার করা ভালো'।
এদিকে বৃহস্পতিবারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তাঁর প্রশাসনের তত্ত্বাবধানে এন৯৫ সহ হাই-কোয়ালিটি মাস্ক তৈরি করা হচ্ছে। হোয়াইট হাউজ জানায়, ৭৫০ মিলিয়ন এন৯৫ মাস্ক সরকারের কাছে রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম