করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে পূর্ণ অনুমোদন পেলো মডার্নার টিকা

যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি করোনা টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এক বছর আগে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রথম টিকার অনুমোদনটি যুক্তরাষ্ট্রে দেওয়া হয়। এরপর লাখ-লাখ মানুষকে মডার্নার এই টিকাটি দেওয়া হয়েছে।    ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মডার্নার টিকার পূর্ণ অনুমোদনটি দিয়েছে। কঠোর ও সময়সাপেক্ষ পর্যবেক্ষণের পর এটির পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।    ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২০০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করা হয়েছে বাসিন্দাদের। সেখানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এবার মডার্নার টিকার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। গত আগস্টে ফাইজারের টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে এফডিএ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২১১ মিলিয়ন বাসিন্দা বা মোট জনসংখ্যার ৬৩ শতাংশ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৮৬ মিলিয়ন বাসিন্দা। গত স্প্রিং এ ৩০ লাখ ডোজ টিকা প্রতিদিন প্রদান করা হতো। এখন গড়ে ৭ লাখ ৫০ হাজার ডোজ টিকা প্রদান করা হচ্ছে। ডিসেম্বরে ওমিক্রণ শুরুর পর থেকে টিকা গ্রহণের হার আবার বাড়লেও আবারও এর গতি কমে গেছে। এলএবাংলাটাইমস/ওএম