করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়ালো। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এই নেতিবাচক মাইলফলক স্পর্শ করে দেশটি৷ তবে সাম্প্রতিক সময়ে মৃতের সংখ্যা আবারো কমতে শুরু করেছে বলে জানায় কর্তৃপক্ষ। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ১২ ডিসেম্বরের পর দেশে মৃত্যুর সংখ্যা ১ লাখের বেশি বেড়েছে। মূলত ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে হাসপাতালে রোগী ভর্তি ও মৃতের সংখ্যা এতো বেড়েছে৷ প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রণ ভ্যারিয়েন্ট আরও কম প্রাণনাশক। আর গুরুতর অসুস্থতার আশঙ্কাও ডেল্টার থেকে কম। তবে সাম্প্রতিক সময়ে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম