করোনা কর্ণার

নতুন স্বতন্ত্র ভ্যারিয়েন্টে রূপ নিচ্ছে BA.2

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব- ভ্যারিয়েন্ট BA.2 ওমিক্রনের তুলনায় অতিদ্রুত হারে ছড়াচ্ছে। এটি ওমিক্রনের তুলনায় বেশি প্রাণঘাতী ও সংক্রামক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। নতুন গবেষণায় জানা গিয়েছে BA.2 ডেল্টা এবং ওমিক্রনের মতোই মারাত্মক। আশংকার ব্যাপার হচ্ছে যে ওমিক্রনের ন্যায় BA.2 এর উপর ভ্যাক্সিন কাজ করে না। ভ্যাক্সিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ৭৪ শতাংশ। এর পাশাপাশি অধিকাংশ করোনা ওষুধ BA.2 এর উপর কাজ করে না। এরমধ্যে মোনোক্লোনাল এন্টিবডিও অন্তর্ভুক্ত যা ওমিক্রনের বিরুদ্ধে কাজ করতো। অরিজিনাল করোনাভাইরাসের তুলনায় BA.2 অতিমাত্রায় মিউটেডেড। এমনকি ওমিক্রনের তুলনায় এটি অতিমাত্রায় মিউটেডেড। অনেকেই এটিকে নতুন ও স্বতন্ত্র একটি ভ্যারিয়েন্ট হিসেবে ধরা যায়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ