করোনা কর্ণার

বুস্টারের দ্বিতীয় ডোজ নিতে হবে মার্কিনীদের: ফাইজার

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এর প্রধান জানিয়েছেন, আমেরিকানদের করোনা টিকার ৪র্থ ডোজ বা বুস্টারের দ্বিতীয় ডোজ নিতে হবে। রবিবার (১৩ মার্চ) ফাইজারের সিইও আলবার্ট বউরলা বলেন, ‘নিকট ভবিষ্যতে করোনার নতুন সম্ভাব্য ভ্যারিয়েন্ট আসছে। এর জন্য মার্কিনীদের দ্বিতীয় বুস্টার ডোজ গ্রহণ করতে হবে’। বর্তমানে, ইমিউন কম্প্রোমাইজড নাগরিকরাই এখন শুধুমাত্র করোনার ৪র্থ ডোজ নিতে পারছে। ফাইজারের ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নতুন আরও একটি বাড়তি ডোজের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য পাঠানোর পরিকল্পনা করছে ফাইজার। আলবার্ট বলেন, ‘চতুর্থ ডোজ প্রদানের বিষয়টি খুবই জরুরি হয়ে উঠেছে। তৃতীয় ডোজ বা প্রথম বুস্টার ডোজ থেকে আমরা যেই সুরক্ষা পাচ্ছি, এটি মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমিয়েছে, এটা সত্যি। কিন্তু এটি দীর্ঘস্থায়ী নয়’।  আলবার্ট বলেন, ৫ বছর এবং এর কম বয়সীদের আগামী মে মাস থেকে টিকা প্রদান শুরু হবে। এলএবাংলাটাইমস/ওএম