করোনা কর্ণার

অনুমোদন পেলো করোনা টিকার চতুর্থ ডোজ

৫০ বছর বা এর বেশি বয়সী আমেরিকানদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ বা সেকেন্ড বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে এফডিএ। এই অনুমোদনের কারণে লাখ-লাখ আমেরিকান চতুর্থ ডোজ নেওয়ার জন্য বিবেচিত হিসেবে গণ্য হবে। বর্তমানে আমেরিকার সকল নাগরিককে প্রাথমিকভাবে দুই ডোজ এবং পরবর্তীতে একটি বুস্টার ডোজ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবারে (২৯ মার্চ) অনুমোদিত চতুর্থ ডোজটি তৃতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর নেওয়া যাবে। চতুর্থ ডোজটি শুধুমাত্র অতিরিক্ত দূর্বল রোগ প্রতিরোধী ব্যবস্থার অধিকারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এফডিএ জানিয়েছে, প্রয়োজন পড়লে পঞ্চম ডোজ নেওয়ার অনুমতি আসতে পারে। এখন সিডিসির অনুমোদনের অপেক্ষায় সবাই। এলএবাংলাটাইমস/এমডব্লিউ