করোনা কর্ণার

বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ তুলে নিলো উবার এবং লিফট

জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবার এবং লিফট জানিয়েছে এখন থেকে তাদের গ্রাহকদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে না। উবার এক বক্তব্যে বলে, ‘এখন থেকে আমাদের গ্রাহকদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে না। কিন্তু, সিডিসি এখনো নিজেকে এবং অপরকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে মাস্ক ব্যবহারকে উৎসাহিত করে’।   ২০২০ সালের ১৮ মার্চ থেকে উবার তাঁর সকল চালক এবং গ্রাহকদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আহ্বান জানায়। একইদিনে লিফটও বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ তুলে নেয়। তবে উভয় কোম্পানি মাস্ক ব্যবহারকে উৎসাহিত করেছে এবং অন্যের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা জানিয়েছে। সোমবারে (১৮ এপ্রিল) ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ তুলে নেয়। এরপর থেকেই উবার, লিফটের মত রাইড শেয়ারিং এপের পাশাপাশি একাধিক এয়ারলাইন্সও একইভাবে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ তুলে নেয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ