করোনা কর্ণার

প্যাক্সলোভিডকে সুপারিশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফাইজার কর্তৃক নির্মিত করোনার প্রতিষেধক ওষুধ ‘প্যাক্সলোভিডকে’ করোনার রোগীদের জন্য সুপারিশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবারে (২১ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্যাক্সলোভিড, নিরমাট্রেলেভির এবং রিটোনেভির একত্রে সেবন করলে হাল্কা থেকে মাঝারি উপসর্গ যাদের আছে, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে যে ৩১০০ জন রোগীর মধ্যে প্যাক্সলোভিড ব্যবহারের পর হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ৮৫ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। এই ওষুধ ব্যবহারের পর ১০০০ জনের মধ্যে ৮৪ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। প্যাক্সলোভিডকে সুপারিশ করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলি এই ওষুধের পর্যাপ্ত সরবরাহ ের জন্য লড়াই করতে পারে। সংস্থাটি ফাইজারের দ্বারা তৈরি "দ্বিপক্ষীয় চুক্তিতে স্বচ্ছতার অভাব" উল্লেখ করেছে। ফাইজারের সাথে ওষুধের পেটেন্ট পুলের লাইসেন্সিং চুক্তি ছিল, তবে ওষুধের জেনেরিক উত্পাদন থেকে উপকৃত হবে এমন দেশের  সংখ্যা কম। এলএবাংলাটাইমস/এমডব্লিউ