করোনা কর্ণার

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারির সমাপ্তি ঘটেছে: ফাউসি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারির সমাপ্তি ঘটেছে বলে দাবি করেছে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি। মঙ্গলবারে (২৬ এপ্রিল) ফাউসি জানান, বর্তমানে সংক্রামণের হার, মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তির হার দেখলেই বোঝা যায় যে দুইবছর পর অবশেষে যুক্তরাষ্ট্রে মহামারীর সমাপ্তি ঘটেছে। ফাউসি সর্তকবার্তা দিয়েছেন যে পুনরায় মহামারীর সম্মুখীন হতে না চাইলে সবাইকে ভ্যাক্সিন গ্রহণ করতে হবে এবং একাধিক বার বুস্টার ডোজ নিতে হতে পারে। ফাউচি বলেন,’ মহামারীর পুনরাবৃত্তি না চাইলে আমাদের বার বার করে অনেক বছর ধরে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।‘ ফাউচি তাঁর অনুমান সিডিসি থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তিকৃত। সিডিসি জানিয়েছে প্রায় ৫০ শতাংশ  মার্কিন নাগরিক এবং ৭৫ শতাংশ শিশু পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখিয়েছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে যে  পূর্ববর্তী সংক্রমণের প্রমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । এলএবাংলাটাইমস/এমডব্লিউ