করোনা কর্ণার

৫-১১ বছরের শিশুদের বুস্টার ডোজের অনুমোদনে সিডিসির ভোট

সিডিসির এক উপদেষ্টা কমিটি ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দেওয়ার বিষয়ে ভোট দিয়েছে। বৃহস্পতিবার কমিটি বুস্টার ডোজ সুপারিশ করার পক্ষে ১১-১ ভোট দিয়েছে। উপদেষ্টারা সিডিসির তথ্য বিবেচনা করে দেখেছেন যে দুটি ডোজ থেকে প্রাপ্ত সুরক্ষা সময়ের সাথে সাথে হ্রাস পায়  এবং বয়স্কদের মধ্যে বুস্টারডোজ গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির বিরুদ্ধে কার্যকারিতা উন্নত করে। সিডিসির পরিচালক রোসেল ওয়েলনস্কি এখনো প্রস্তাব পাশ করেননি। তিনি বলেন,’আমরা জানি টিকা থেকে প্রাপ্ত সুরক্ষা সময়ের সাথে হ্রাস পায় এবং আমাদের উচিত সকলকে সুরক্ষা নিশ্চিত করা। আমাদের বুঝতে হবে যে মহামারী রূপ পাল্টাচ্ছে এবং আমাদের উচিত সেই হিসেবে মোকাবিলা করা।‘ সিডিসির তথ্যনুসারে, ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে ২৯ শতাংশ ফাইজারের টিকার দুই ডোজ গ্রহণ করেছে। এই সংখ্যা সকল বয়সগোষ্ঠীর মধ্যে সর্বনিম্ন। এখন পর্যন্ত ৫ বছরের নিম্নে কাউকে টিকা দেওয়া হয়না এলএবাংলাটাইমস/এমডব্লিউ