করোনা কর্ণার

লস এঞ্জেলেসে বাড়ছে করোনা সংক্রমণ

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। শুক্রবার (১১ নভেম্বর) পাবলিক হেলথ ডিরেক্টর জানান, সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে লস এঞ্জেলেসে। ডিরেক্টর বারবারা ফেরের সতর্ক করে জানান, আসন্ন শীতে করোনার নতুন দুইটি ভ্যারিয়েন্ট সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। তিনি জানিয়েছেন, লস এঞ্জেলেস কাউন্টিতে গত সপ্তাহে করোনা সংক্রমণের মোট গড় ছিল ১ হাজার ৩০০ জন। এর আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১ হাজার। ফেরের জানাম যে নভেম্বরের পর থেকে খুবই ধীরে কিন্তু ধারাবাহিকভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে কাউন্টিতে। ফেরের জানান যে গত সপ্তাহে প্রতি ১ লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার বেড়ে হয়েছে ৮৬ জনে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৫ জন। ফেরের জানান, করোনা প্রতিরোধে আবারও বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলা শুরু করতে হবে। আবার কাউন্টিতে মাস্ক ব্যবহারের বিধি আরোপ করা হতে পারে বলে আভাস দেন তিনি। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টিতে মাস্ক ব্যবহারের উপর কোনো বাধ্যবাধকতা নেই। কেউ ব্যক্তিগতভাব্ব চাইলে মাস্ক ব্যবহার করতে পারেন। এলএবাংলাটাইমস/ওএম