জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠেয় হোম-টেক্সটাইল, টাওয়েল এবং কন্ট্রাক্ট টেক্সটাইলের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। সেখানে ইপিবির নিজস্ব একটি তথ্যকেন্দ্র থাকবে প্রদর্শনীতে। জার্মানিভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট এর আয়োজন করছে। চার দিনের প্রদর্শনীগুলো শুরু হবে আগামী মঙ্গলবার।
প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এসিএস টেক্সটাইলস, কারুপণ্য রংপুর, মমটেক্স এক্সপো, জাবের অ্যান্ড জোবায়ের, শাবাব ফেব্রিক্স, ডেবোনেয়ার প্যাডিং অ্যান্ড কোয়ালিটি সলিউশনস, জানটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ইনোভেটিং ফেব্রিক্স। প্রদর্শনীগুলোতে বাংলাদেশের কোনো কোনো প্রতিষ্ঠানের একাধিক প্যাভিলিয়ন থাকবে।
মেসে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশ অফিসের এক বিজ্ঞপ্তিতে হোম-টেক্সটাইল, টেরি টাওয়েল ও কন্ট্রাক্ট টেক্সটাইলের বৃহত্তম প্রদর্শনীর মাধ্যমে সরাসরি রপ্তানি আদেশ পাওয়ার আশা করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস