ব্রিটেন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি। তিনি বলেছেন, বিনিয়োগের ক্ষেত্রে জটিলতা দূর করলে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়বে। সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে অনেক ব্রিটিশ বিনিয়োগকারী আগ্রহী।
গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন। রুশনারা আলী বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোন বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি বলেন, 'মেইড ইন বাংলাদেশ' ব্রিটেনে জনপ্রিয় ব্যান্ড।
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দুইশর বেশি ব্রিটিশ কোম্পানির বাংলাদেশে প্রায় আড়াই বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। টিপু মুনশি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। ৩৩টি হাই-টেক পার্কের কাজও দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের জ্বালানি, রেলওয়ে, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, হালকা প্রকৌশল, সেবা, শিক্ষা এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস