অর্থনীতি

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় নাইজেরিয়া

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে নাইজেরিয়া। গত রোববার দেশটির রাষ্ট্রদূত আকিনরেমি বোলাজির নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুষ্ঠিত এক সভায় এ আগ্রহের কথা জানায়। রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে সভায় সংস্থার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের বর্তমান চিত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার পারস্পরিক বিনিয়োগের সম্ভাব্য খাতে সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান। নাইজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে চায় নাইজেরিয়া। তারা দুই দেশের মধ্যকার ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনা পর্যালোচনা করছে। দ্রুত দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস