নীরবে ঢাকা সফর করে গেছেন চীনা ই–কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। গত ২৭ জুন ঢাকায় আসেন তিনি। অল্প সময়ের জন্য গুলশানের একটি হোটেলে অবস্থান করেন। এরপর ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যান জ্যাক মা।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুন ঢাকা হয়ে একটি বিশেষ ফ্লাইটে করে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জ্যাক মা। নেপালের ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ঝালাক্রাম অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ফেসবুকে জ্যাক মার সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন ঢাকা গুলশানের একটি বিলাসবহুল হোটেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব সেলস মো. ওয়ালিদ শামীম। রোববার পোস্ট করা ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন- ‘ঢাকা সফরে জ্যাক মাকে স্বাগত জানানো ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস