অর্থনীতি

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা

বাংলাদেশে এক হাজার কোটি টাকা বিনিয়োগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চান ভারতের ব্যবসায়ীরা। তারা বলেছেন, ২০২১ সালে প্রায় ২৫ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসা বাবদ ব্যয় করেছেন ৫১ কোটি ডলার। তাই তাদের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল নির্মিত হলে কমবে সেই নির্ভরতা। এ ছাড়া এ দেশের জ্বালানি, বিদ্যুৎ ও শিক্ষা খাতে বিনিয়োগের আগ্রহের কথাও জানিয়েছেন তারা। শনিবার রাজধানীর বিমসটেক এনার্জি কনক্লেভের প্রথম দিনে সংবাদ সম্মেলনে ভারতের ব্যবসায়ীরা এসব কথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভারতের প্রতিষ্ঠান ডিসান হাসপাতাল এবং গুরু কাশি বিশ্ববিদ্যালয় বিনিয়োগের আগ্রহের কথা জানায়। বিমসটেকের সেক্রেটারি তেনজিন লেকফেল বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছেছে। অনুষ্ঠানে আইবিসিসিআই চেয়ারম্যান মাতলুব আহমাদ অংশ নেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস