বিনোদন

জন-অপর্ণার 'আমি আকাশ পাঠাব'

আবারও ভালোবাসা দিবসের নাটকে জুটি হলেন জন কবির ও অপর্ণা ঘোষ। 'আমি আকাশ পাঠাব' নামে ক্লোজআপ কাছে আসার সাহসীগল্পটি লিখেছেন মেহরীন কবির। আর নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।পাশাপাশি এর গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গানও রেকর্ড করা হয়েছে। গানটির সুর-সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন রাফা।
জন বলেন, 'নাটকের গল্পটা একটু অন্যরকম। প্রেম কোনো বয়স মানে না, তারই এক দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এর কাহিনীতে। আশা করছি দর্শক নাটকটিতে ভিন্নতা খুঁজে পাবেন।'
অপর্ণা বলেন, 'ভালোবাসা কী? এর নতুন এক উত্তর মিলবে নাটকটিতে। সে সঙ্গে নাটক নির্মাণের নতুন ধারার পরিচয় পাবেন দর্শক। এ কারণে নাটকটি নিয়ে আমি আশাবাদী।'

বিশ্ব ভালোবাসা দিবসে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

গত বছর 'অতঃপর' নাটকে তারা প্রথম অভিনয় করেছিলেন।