বিনোদন

অভিনয়ে মমর একযুগ

কেউ কেউ ভালোবেসে অভিনয় করেন। লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম তাদের দলে। নাটকের বাইরে চলচ্চিত্রে কাজ করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। এরইমধ্যে অভিনয়ের একযুগ অতিক্রম করেছেন মম।

তার প্রাপ্তির তালিকাটাও দারুণ। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মধ্যদিয়ে পেশাগতভাবে অভিনয় শুরু করেছেন মম। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এই তারকা। প্রথম ছবিতে এই চমকে অনেকেই মমকে নিয়ে আশার আলো জ্বেলেছিলেন। এরপর অবশ্য তিনি টিভি নাটকেই বেশি ব্যস্ত হয়ে উঠেন।
একের পর এক ভালো ভালো গল্পে, গুণী এবং নতুন পরিচালকদের নির্দেশনায় অভিনয় করে মম নিজেকে একজন জাত অভিনেত্রীতে পরিণত করেছেন। নিজের অর্জন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ একযুগের এই পথচলা খুব সহজ ছিলো না। অনেক শ্রম দিতে হয়েছে।

নানান পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেকে খাপ খাইয়ে চলতে হয়েছে, কাজ করতে হয়েছে। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই মোস্তফা কামাল সৈয়দ স্যার, আলম স্যার, চ্যানেল আই’র সাগর ভাই’সহ পুরো পরিবার, এজাজ মুন্না, দীপংকর দীপন, আরটিভির মিনহাজ ভাই, সুবর্ণা মুস্তাফা আপা, সেলিম ভাই, জাহিদ ভাই, তৌকীর ভাই, বিপাশা আপু, মৌ আপু, ছন্দা আপু, দীপা আপু এবং বিশেষত তারিন আপুকে। কারণ তার কাছ থেকে আমি লাক্স চ্যানেল আই’র ইয়েস কার্ড পেয়েছিলাম। অবশ্যই ধন্যবাদ দিতে চাই নির্মাতা শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, মাসুদ হাসান উজ্জ্বল’সহ আমার অনেক নাটকের নায়ক অপূর্ব, সজল ও নাঈমকে। আমার বাবা-মায়ের দোয়া সবসময়ই সাথে ছিলো। আর কায়েস চৌধুরী, সকাল আহমেদ এবং আনিসুর রহমান মিলন সবসময়ই আমাকে পরামর্শ দিয়ে দারুণ সহযোগিতা করেছেন।

সর্বোপরি মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের কাছে।’ মম এরইমধ্যে শেষ করেছেন রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্রের কাজ। তার অভিনীত দর্শকপ্রিয় চলচ্চিত্র শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতা বাণু’।


এলএবাংলাটাইমস//এলআরটি