বিনোদন

কানাডায় ‘দেবী’

দেশের দর্শক হৃদয় জয় করে সম্প্রতি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দেবী’ ছবিটি। সেখানকার বাঙালিরা ছবিটির বেশ প্রশংসা করেছেন। এবার ছবিটি কানাডায় মুক্তি পেল।

বাংলাদেশের সিনেমার পথিকৃত আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে দেবী শুক্রবার (১৬ নভেম্বর) মুক্তি পায়। কানাডার দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে দেবী।

কানাডার আরো ৪টি শহরে উইনিপেগ, এডমন্টন,ক্যালগেরি,সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনে দেবী মুক্তি পাবে ৩০ নভেম্বর। এই ৪ টি শহরের পাশাপাশি অটোয়া ও সাস্কাটুন এর একটি করে সিনেপ্লেক্স লোকেশনেও ৩০ তারিখ থেকে দেখা যেতে পারে দেবী।

অনম বিশ্বাস নির্মিত ছবিটির প্রযোজনায় আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মাণ করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।

বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তার উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

মনস্তাত্ত্বিক ও প্রচণ্ড যুক্তিনির্ভর ‘দেবী’ ছবির গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ আরও অনেকে। ছবিটি নির্মাণের জন্য ২০১৫-২০১৬ অর্থবছরের সরকারি অনুদান পান জয়া আহসান।

এলএবাংলাটাইমস//এলআরটি