একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক ওমরসানী এখন আর নিজেকে
নায়ক নয়, অভিনেতা হিসেবে প্রমাণ করতেই বেশি সচেষ্ট। তাই কখনো ভিলেন, কখনো
চরিত্রাভিনেতা হিসেবে কাজ করছেন তিনি। মাঝখানের দীর্ঘবিরতি শেষে ওমর সানীর এ
নতুন মেজাজে ফিরে আসাকে অনেকেই গ্রহণ করেছেন।আর এখন তিনি শুধু
সিনেমায় নয়, নাটকেও কাজ করছেন। সম্প্রতি পুত্র স্বাধীনের পরিচালনায়
‘ডেস্টিনেশন’ নাটকে কাজ করলেন। আর এখন ব্যস্ত আছেন উত্তম আকাশ পরিচালিত
‘রাজা ৪২০’ ছবির কাজ নিয়ে। ছবির শু্যটিংয়ের নানা টুকিটাকি নয়ে ইদানিং বেশ
স্টেটাস দিতেও দেখা যাচ্ছে এ তারকাকে। সম্প্রতি একটি স্টেটাসে শুটিংয়ের
একটি ছবি পোস্ট করে এই নায়ক বলেন, ‘কাবিলা নষ্ট চোখে, নষ্ট মনে দেখে আমাকে।
শুধু তাই নয় তিনি আরও লিখেন, ‘উত্তম আকাশের রাজা ৪২০’ এ নাম ভূমিকায় আছে
শাকিব খান। সিনেমাটি সম্পূর্ণ মৌলিক গল্পে চিত্রায়িত হচ্ছে, যার মূল শক্তি
বিনোদন..বিনোদন এবং বিনোদন।’উল্লেখ্য ৩ মার্চ থেকে শুরু হয়েছে উত্তম
আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’ ছবির শুটিং। এ ছবিতে আরও অভিনয় করেছেন অপু
বিশ্বাস, অমিত হাসান ও নবাগত নায়িকা নুপূর মল্লিক।