বিনোদন

একই মঞ্চে তিন পুরস্কার

গত মঙ্গলবার রাত নয়টায় রাজধানীর গুলশান ক্লাবে কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের হাতে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড ২০১৮’ তুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন শিল্পীকে তার বিরল প্রতিভার জন্য এই অ্যাওয়ার্ডে ভূষিত করে। আঁখি আলমগীর বলেন, ‘একজন সঙ্গীতশিল্পী হিসেবে সবসময়ই পুরস্কার প্রাপ্তি আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়।’ একইমঞ্চে সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কৃত হন শ্রোতাপ্রিয় আরেক কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব।

এর পাশাপাশি বাংলাদেশকে বহির্বিশ্বে আরো সম্মানিত করার জন্য বিশেষ সম্মাননা পান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, ‘জিনিয়াস অ্যাওয়ার্ডই আমার জীবনের প্রথম সম্মাননা বা পুরস্কার। তাই এ পুরস্কার আমার অনুভূতিতে, ভালোলাগায় সারাজীবন মিশে থাকবে। আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করে আমার জন্মকে স্বার্থক করে তুলতে চাই। সবাই দোয়া করবেন।’ সেই ধারাবাহিকতায় জিনিয়াস অ্যাওয়ার্ড প্রাপ্তি ব্যতিক্রম নয়। আমি অনেক আনন্দিত, অনুপ্রাণিত। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর সঙ্গীতপ্রেমী শ্রোতা-দর্শকের জন্য যেন ভালো ভালো গান করে যেতে পারি।’
গত বছর ধ্রুব মিউজিক স্টেশন থেকে তার প্রথম মৌলিক গান ‘খয়েরি বিকেল’ প্রকাশিত হয়। তার সহশিল্পী ছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী।গানটি লিখেছেন গালিব সরদার এবং সুর করেছেন এহসান রাহি, সঙ্গীতায়োজন করেছেন আমজাদ। এ গানের জন্যই ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন স্বপ্নীল।তিনি বলেন, ‘খয়েরি বিকেল আমার প্রথম মৌলিক গান। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই নিজের কিছু গান থাকা উচিত। সেই ভাবনা থেকেই আমি এখন রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নিজে কিছু মৌলিক গান করছি।’ প্রথম মৌলিক গানের জন্য অনুপ্রেরণামূলক জিনিয়াস অ্যাওয়ার্ড আমার সঙ্গীত জীবনে চলার পথকে আরো অনুপ্রাণিত করেছে।’


এলএবাংলাটাইমস/ই/এলআরটি