বিনোদন

নায়িকা দীপিকা কোন কারণে থাপ্পড় দিলেন নায়ককে?

কথা ছিল চিত্রনাট্য অনুয়ায়ী ক্যামেরার সামনে পিছন থেকে নায়ক জড়িয়ে ধরবেন নায়িকাকে ৷ কিন্তু শটের মুহূর্তে নায়ক ঠিক করে বসলেন উলটোকাজটা৷ অর্থাৎ সামনে থেকেই জড়িয়ে ধরলেন নায়িকাকে৷ আর তাতেই রেগে গিয়ে নায়িকা এক থাপ্পড় কসিয়ে জিলেন নায়কের গালে৷ ‘দিয়া অউর বাত্তি হাম’ সিরিয়ালের সেটে ঘটল এমন কাণ্ড৷ দীপিকা সিং এবং অংশ রসিদের জন্য মধ্যে ঘটল এই ঘটনা। তবে সেটে সহ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এরকম ঘটনা ঘটলেও তা এই পর্যায়ে পৌঁছনোর কথা নয়৷ তাহলে কী হল দীপিকা-অংশ্র মধ্যে৷ আসলে দীপিকার স্বামী রোহিত রাজ গোয়েল জড়িয়ে ছিলেন এই শোয়ের সঙ্গে৷ অংশের সঙ্গে ঝামেলার কারণেই তাঁকে এই সিরিয়াল ছাড়তে হয়৷ আর তারপর থেকেই অংশকে সহ্য করতে পারতেন না দীপিকা-এরকমঅ মত একাংশের৷ সেদিনের এই ঘটনা দীপিকা ইচ্ছে করেই করেছেন বলে দাবি করেছেন অনেকে৷ আবার সেটে প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন, দীপিকা যা করেছেন ঠিক করেছেন৷ যে কোনও অভিনেত্রীকে ওভাবে ছুঁলে তিনি তাইই করতেন৷ তাঁদের দাবি, অংশ দীপিকাকে ওইভাবে জড়িয়ে ধরার পর দীপিকা প্রথমে প্রোডাকশন হাউসকে জানিয়েছিল৷ প্রোডাকশনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া হলে তারপরেই দীপিকা এরকম স্টেপ নিতে বাধ্য হন৷ যাইহোক দীপিকা-অংশের সম্পর্ক যে ভালো যাচ্ছে না সে তো বলাই বাহুল্য৷ কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, দীপিকার এরকম ব্যবহারের পিছনে অন্য কোনও কারণ আছে৷ কেননা এরক থেকও ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অংশের সঙ্গে অভিনয় করেছেন৷ সুতরাং অংশের এই ভুলে তাঁর খুব বেশি আপত্তি থাকার কথা নয়৷ শোয়ের মধ্যে তাঁকে যমজ ছেলের মা হিসিবে অভিনয় করতে হচ্ছে৷ সে নিয়েও তেমন খুশি নন তিনি৷ সেই সব কিছুরই প্রতিক্রিয়া অংশের উপর পড়েছে বলে ধারণা অনেকের৷