একদিন দুই চোর করিম ও হাসান নিজেদের
অজান্তেই একই বাড়িতে চুরি করতে যায়। তখনই এইদুই চোরের মধ্যে পরিচয় হয়। বিছানায় ঘুমন্তমহিলার কানের দুলটি নিতে গিয়ে করিম টের পায়মহিলাটি মৃত। এরইমধ্যে মহিলারস্বামী এবং শাশুড়ি চিৎকার চেচামেচি শুরুকরলে গ্রামের মানুষ এসে চোরদুইটাকে ধরে ফেলে। মহিলারস্বামী এবং শ্বাশুড়ির ধারণা চোরগুলোইমহিলাকে মেরে ফেলেছে। সকালবেলা পুলিশচলে আসে এবং জানতে চায় কে খুন করেছে?করিমের বন্ধু হাসান চিন্তা করে যে তার কেউনেই, তাই সে জেলে গেলে বা তার ফাঁসি হলে কিছুযায় আসে না। কিন্তু করিমের একটা বউ আছে, করিমযদি জেলে যায় তাহলে ওর বউএর কি হবে?। তাইসে পুলিশের কাছে বলে যে সে নিজেই খুন করেছে-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘তখনো সূর্যডোবেনি’।জাকির হোসেন উজ্জ্বলের রচনায়এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম।এতে দুই চোরের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফকরিম ও আ খ ম হাসান। ১৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৪০মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়নাটকটি।
অজান্তেই একই বাড়িতে চুরি করতে যায়। তখনই এইদুই চোরের মধ্যে পরিচয় হয়। বিছানায় ঘুমন্তমহিলার কানের দুলটি নিতে গিয়ে করিম টের পায়মহিলাটি মৃত। এরইমধ্যে মহিলারস্বামী এবং শাশুড়ি চিৎকার চেচামেচি শুরুকরলে গ্রামের মানুষ এসে চোরদুইটাকে ধরে ফেলে। মহিলারস্বামী এবং শ্বাশুড়ির ধারণা চোরগুলোইমহিলাকে মেরে ফেলেছে। সকালবেলা পুলিশচলে আসে এবং জানতে চায় কে খুন করেছে?করিমের বন্ধু হাসান চিন্তা করে যে তার কেউনেই, তাই সে জেলে গেলে বা তার ফাঁসি হলে কিছুযায় আসে না। কিন্তু করিমের একটা বউ আছে, করিমযদি জেলে যায় তাহলে ওর বউএর কি হবে?। তাইসে পুলিশের কাছে বলে যে সে নিজেই খুন করেছে-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘তখনো সূর্যডোবেনি’।জাকির হোসেন উজ্জ্বলের রচনায়এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম।এতে দুই চোরের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফকরিম ও আ খ ম হাসান। ১৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৪০মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়নাটকটি।