সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯ এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ বা 'Saturday Afternoon' ।আগামী ১০ জুন দুপুর ২টায় এবং ১৩ জুন রাত ৮টায় সিডনির ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ানে চলচ্চিত্রটির দুইটি প্রদর্শনী হবে। এ কারণে ৯ জুন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবংঅভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সিডনি আসছেন।অনলাইনেরhttps://www.sff.org.au. লিঙ্ক থেকে সিনেমাটির(Saturday Afternoon) টিকেট কিনতে পাওয়া যাবে।
ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনা অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ বা 'Saturday Afternoon' চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রদর্শন ছাড়াও তিশা-ফারুকী অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।তারা সিডনি থাকাকালীন বাংলাদেশী প্রেস ও মিডিয়া সম্প্রদায়ের সাথে একটি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করবেন 14th June, St. George Auditorium, Kogarah te। অস্ট্রেলিয়া ভিত্তিক ইভেন্ট সংস্থা দেশী ইভেন্টস এবং পথ প্রোডাকশনস এই অনুষ্ঠানটির আয়োজন করছে।এদিকে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে, ‘বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্যসাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘‘শনিবার বিকেল’’ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দিষ্ট সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।’
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত আছে ছবিয়াল।
প্রসঙ্গত কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুইটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে।
ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনা অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ বা 'Saturday Afternoon' চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রদর্শন ছাড়াও তিশা-ফারুকী অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।তারা সিডনি থাকাকালীন বাংলাদেশী প্রেস ও মিডিয়া সম্প্রদায়ের সাথে একটি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করবেন 14th June, St. George Auditorium, Kogarah te। অস্ট্রেলিয়া ভিত্তিক ইভেন্ট সংস্থা দেশী ইভেন্টস এবং পথ প্রোডাকশনস এই অনুষ্ঠানটির আয়োজন করছে।এদিকে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে, ‘বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্যসাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘‘শনিবার বিকেল’’ আমাদেরকে নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দিষ্ট সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্নের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।’
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত আছে ছবিয়াল।
প্রসঙ্গত কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুইটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে।