সিডনীর কিশোর কুমার নামে পরিচিত নন্দিত গায়ক জিৎ দাসের মুল পরিবেশনায় গত ২৯শে জুন শনিবার বিকেলে সিডনির ব্লাক টাউনে অনুস্থিত হলো সঙ্গীতানুষ্ঠান দ্য বর্মণ”। কিংবদন্তী শিল্পী শচিনদেব বর্মণ ও রাহুল দেব বর্মণের কালজয়ী গানগুলো স্মরণীয় করে রাখতে ঘরানার আয়োজনে পরিবেশিত হয় এই অনুষ্ঠানটি। জিৎ দাসের অসাধারণ কণ্ঠ ও গায়কী প্রতিভা উপস্থিত দর্শক শ্রোতাদের মোহিত করেছে এক অভূতপূর্ব নান্দনিকতায়। সাথে সোনালী মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জির পরিবেশনা ও ছিলো উল্লেখ করার মতো।
অনুষ্ঠানে আসা প্রধান অতিথি ব্লাক টাউন সিটি কাউন্সিলের মেয়র ও লেবার পার্টির এম পি স্টিফেন বালি বলেন, এমন চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। বহুজাতিক সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার কৃষ্টি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার এই উদ্যোগে সকলের অংশগ্রহন অনস্বীকার্য। বিশেষ অতিথি রাজ দত্ত বলেন,সংস্কৃতি সমৃদ্ধ করার ও সুরের ঝংকারে এই সন্ধ্যাটি মুখরিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, ঘরানার এটি চতুর্থ পরিবেশনা। অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের গান ছাড়াও ছিলও চমৎকার নৃত্য এবং দর্শকদের গান ও নাচে প্রত্যক্ষ অংশগ্রহন।
অনুষ্ঠানে আসা প্রধান অতিথি ব্লাক টাউন সিটি কাউন্সিলের মেয়র ও লেবার পার্টির এম পি স্টিফেন বালি বলেন, এমন চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। বহুজাতিক সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার কৃষ্টি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার এই উদ্যোগে সকলের অংশগ্রহন অনস্বীকার্য। বিশেষ অতিথি রাজ দত্ত বলেন,সংস্কৃতি সমৃদ্ধ করার ও সুরের ঝংকারে এই সন্ধ্যাটি মুখরিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, ঘরানার এটি চতুর্থ পরিবেশনা। অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের গান ছাড়াও ছিলও চমৎকার নৃত্য এবং দর্শকদের গান ও নাচে প্রত্যক্ষ অংশগ্রহন।