বিনোদন

গোপন প্রণয় নিয়ে যা বললেন নায়িকা বিপাশা বসু

সম্প্রতি বলিউডি অভিনেত্রী বিপাশা বসুর প্রাক্তন বয়ফ্রেন্ড জন
আব্রাহাম সম্প্রতি ব্যাংকার প্রিয়াংকারুঞ্চালকে বিয়ে করেছেন। সে ঘটনার পর একআলাপচারিতায় বিপাশা বলেন, তিনি তাঁদের মতোগোপন প্রণয়ের মাধ্যমে বিয়ে করবেন না। একপ্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তানটাইমস।৩৫ বছর বয়সি বাঙালি বংশোদ্ভূত অভিনেত্রীবিপাশা বলেন, ‘আমার বিয়ে কোনো কঠোর গোপনবিষয় হবে না। আমি যখন বিয়ে করব তখন সবাইতা সম্পর্কে জানতে পারবে..... আমার বিয়েতেগোপন কোনো কিছু থাকবে না।২০০৩ সালের ‘জিসম’ সিনেমার সহশিল্পী জনআব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলবিপাশার। আট বছর প্রেম করার পর ২০১১ সালেতাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি বিপাশা তাঁরফিটনেস ডিভিডি নিয়ে ব্যস্ত দিন কাটালেন।এ ছাড়া হারমানের সঙ্গেও এখন বিপাশা অনেকসময় ব্যয় করছেন। সম্প্রতি তারা একত্রেবিপাশার জন্মদিন উদ্যাপন করলেন। এর আগেহারমান প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ডেটিং করতেনবলে জানা গেছে।সূত্র জানিয়েছে, বিপাশা ও হারমানেরঅভিভাবকরা তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরুকরেছেন। এ বিষয়ে বিপাশাকে সাংবাদিকরাপ্রশ্ন করেন, তিনি কি তার বিয়ের বিষয়টি গোপনরাখবেন, নাকি বিয়ের পর টুইটার বার্তায়বিষয়টি প্রকাশ করবেন।প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘ভালো.... আমিজানি না আমি কখন বিয়ে করছি। কিন্তু যখন তাকরব তার আগেই মানুষ জানতে পারবে। কারণ আমিঅনুষ্ঠান করতে ভালোবাসি। কল্পনা করছি সেটাএত বড় অনুষ্ঠান হবে যে, সবাই সেখানে আমন্ত্রণপাবে।’