বাংলাদেশে নিষিদ্ধ হতে
যাচ্ছে ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশেবহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটিরসম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্যমন্ত্রণালয়। আগামী অল্প দিনের মধ্যে এই চ্যানেল দুটিরসম্প্রচার বন্ধ করা হতে পারে। সংশ্লিষ্ট বিভিন্নসূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়েরদায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিতকরতে পারেননি।স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত টিভি সিরিয়ালনিয়ে সামাজিভাবে ব্যপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টিহয়েছে। বিশেষ করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ,আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এইপাখি ড্রেসের জনপ্রিয়তা ও প্রচার হয়েছে স্টারজলসার সিরিয়ালের মধ্য দিয়ে।সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেকেই এইসিরিয়ালের প্রতি আসক্ত হয়ে পড়াকে দায়ী করছেন।আর এজন্য অনেকে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধেরওদাবি জানিয়ে আসছিলেন।
যাচ্ছে ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশেবহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটিরসম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্যমন্ত্রণালয়। আগামী অল্প দিনের মধ্যে এই চ্যানেল দুটিরসম্প্রচার বন্ধ করা হতে পারে। সংশ্লিষ্ট বিভিন্নসূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়েরদায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিতকরতে পারেননি।স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত টিভি সিরিয়ালনিয়ে সামাজিভাবে ব্যপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টিহয়েছে। বিশেষ করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ,আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এইপাখি ড্রেসের জনপ্রিয়তা ও প্রচার হয়েছে স্টারজলসার সিরিয়ালের মধ্য দিয়ে।সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেকেই এইসিরিয়ালের প্রতি আসক্ত হয়ে পড়াকে দায়ী করছেন।আর এজন্য অনেকে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধেরওদাবি জানিয়ে আসছিলেন।