বিনোদন

আবারো মৃত্যু - নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতের চ্যানেল স্টার জলসা ও জি বাংলা

বাংলাদেশে নিষিদ্ধ হতে
যাচ্ছে ভারতীয় চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশেবহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটিরসম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্যমন্ত্রণালয়। আগামী অল্প দিনের মধ্যে এই চ্যানেল দুটিরসম্প্রচার বন্ধ করা হতে পারে। সংশ্লিষ্ট বিভিন্নসূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়েরদায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিতকরতে পারেননি।স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত টিভি সিরিয়ালনিয়ে সামাজিভাবে ব্যপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টিহয়েছে। বিশেষ করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ,আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এইপাখি ড্রেসের জনপ্রিয়তা ও প্রচার হয়েছে স্টারজলসার সিরিয়ালের মধ্য দিয়ে।সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেকেই এইসিরিয়ালের প্রতি আসক্ত হয়ে পড়াকে দায়ী করছেন।আর এজন্য অনেকে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধেরওদাবি জানিয়ে আসছিলেন।